ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হালাল রোজগার কীভাবে করবেন?
.
এই প্রশ্নটির যথাযথ উত্তর দিতেই “ফ্রিল্যান্সিং : হালাল ইনকামের খোঁজে” বইটি লেখা। ইন্টারনেটের ব্যাপক প্রসারের কারণে অনলাইন ভিত্তিক উপার্জনের প্রচলন ঘটে আমাদের দেশেও। তরুণদের জন্য ফ্রিল্যান্সিং হয়ে ওঠে আকর্ষণীয় এক পেশা। চাকরির মতো বাঁধাধরা সিস্টেম না থাকায় এটার প্রসার ঘটতে থাকে দ্রুত।
.
কিন্তু সব পেশার মতোই এখানেও আছে হালাল-হারামের মিশ্রণ। এখানে কোনটা হারাম বা কীভাবে হারাম এড়িয়ে হালাল পন্থায় এখান থেকে রোজগার করা যায়, তা নিয়ে কোথাও নেই তেমন কোনো নির্দেশনা। এই পরিস্থিতিতে “ফ্রিল্যান্সিং : হালাল ইনকামের খোঁজে” বইটি এসেছে ফ্রিল্যান্সারদের হালাল রোজগারের পথে প্রয়োজনীয় নির্দেশনা দিতে। নতুন যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন ও যারা ইতিমধ্যেই এই লাইনে কাজ করছেন, তাদের সবার জন্যই এই বইটি একটি গাইডলাইন হিসেবে কাজ করবে। ফ্রিল্যান্সিং কী, সত্যিকারের ফ্রিল্যান্সার কারা, মার্কেটপ্লেস, পোর্টফোলিও, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং ও ট্রান্সলেশন, ইউআই/ইউএক্স ডিজাইন, এসইও এরকম অনেকগুলো ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইটিতে, দেখানো হয়েছে এগুলো থেকে হালালভাবে উপার্জনের পথ।
.
কিছু পৃষ্ঠা পড়ে দেখতে এবং অর্ডার করতে ভিজিট করুন
https://www.wafilife.com/freelancing-halal-incomer-khoje/dp/382576